স্বল্প আয়ের মানুষের জন্য আর্থিক খাতে উদ্ভাবন নিয়ে আসা ও বিনিয়োগ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর একটি গ্রুপ ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’। ‘নগদ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত মঙ্গলবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়, যেখানে বাংলাদেশের দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কে পেমেন্ট শ্রেণিতে সেরা হিসেবে ঘোষণা করা হয়েছে।” ইন্টারন্যাশাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং একিওন এর সহায়তায় মেটলাইফ ফাউন্ডেশন এবং ভিসা ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’ প্রতিষ্ঠা করে।
