বাংলা একাডেমির বই কেনা ও সদস্যদের বার্ষিক ফি দেওয়া যাবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে। এখন থেকে সারাদেশের বইপ্রেমীরা বাংলা একাডেমি থেকে বই কেনা ও একাডেমির নির্বাহী পরিষদের সদস্যরা তাদের বার্ষিক ফি পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। বুধবার সকালে বাংলা একাডেমির ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ভবনে বাংলা একাডেমি, বাংলাদেশ ডাক বিভাগ ও 'নগদ' লিমিটেডের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়। এসময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান ও নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
