করোনা সংকটকালে সুবিধাবঞ্চিতদের জন্য ‘নগদ’ এর মাধ্যমে জাকাতের অর্থ দেয়া যাবে। নগদ অ্যাপসের মাধ্যমে থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদের সহায়তা এ কার্যক্রমে যে কেউ অংশ নিতে পারবেন। ‘নগদ’-এর আয়োজনে ‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’ ফেসবুক লাইভ অনুষ্ঠানে মঙ্গলবার বিকালে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের জাকাত কমিটির সভাপতি অধ্যাপক ডা. মনজুর মোর্শেদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরজে নীরব। নগদ, যুগান্তর ও যমুনা টিভির ফেসবুক পেজে লাইভটি দেখানো হয়।
